নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে আসলাম খন্দকার (৩৫) নামে একজনকে আটক করেছে স্থানীয়রা।পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
রোববার (২৭ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। আটক আসলাম খন্দকার বাঁকেরগঞ্জ উপজেলার হোসনাবাদ এলাকার মোঃ জাফর খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, ৯ টার দিকে দপদপিয়া চৌমাথা এলাকায় সোহাগ মাঝির বাড়ির সামনে দিয়ে লোকজন দেখে দৌড়িয়ে পালানোর সময় তাঁকে আটক করা হয়।এসময় তাঁকে জিজ্ঞেসাবাদ করলে তিনি নিজেই জানান তাঁর বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
পরে থানা পুলিশকে খবর দিলে তারা তাঁকে নিয়ে যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,স্থানীয়রা একজনকে আটক করেছে।তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে ।আমরা যাচাই-বাছাই করে দেখতে আছি
ঝালকাঠী