উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরের প্রকৃত মালিকরা আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। ২০ মে বিকেল ৪ টায় মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরে সামনে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘেরের সভাপতি মোঃ মিন্টু মিয়ার নের্তৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পরে মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরটি আওয়ামীলীগের দোসরদের কবল থেকে দখলমুক্ত করে প্রকৃত জমির মালিকরা ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন প্রজাতির হাজার হাজার মন পোনামাছ অবমুক্ত করে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামীলীগের দোসর সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূমিদস্যু খায়রুল বাশার লিটন ক্ষমতার দাপটে মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরের প্রকৃত জমির শত শত মালিককে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে
৬ শত একর জমি দখল করে মাছ চাষ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। তৎকালীন সময়ে ভয়ে মুখ খুলেনি কেউ। এরমধ্যে ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি-জামায়াতেসহ একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহনে আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে পালিয়ে যায়। এরপর মিন্টু মিয়ার নের্তৃত্বে প্রকৃত জমির মালিকরা স্বতস্ফূর্তভাবে ওই ঘেরে পোনামাছ চাষ করে৷ মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরের সভাপতি ও সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া জানান আমরা প্রকৃত জমির মালিকরা আওয়ামীলীগের দোসরদের কবল থেকে ঘেরটি দখলমূক্ত করে ১৫ দিন ধরে কয়েক হাজার মন পোনামাছ ছাড়া হয়েছে। এছাড়া পরিচর্যার জন্য বহু লোক প্রতিদিন কাজ করছে।
এদিকে দীর্ঘ ১৭ বছর পরে প্রকৃত জমির মালিকরা তাদের ন্যয্য অধিকার ফিরে পেয়েছেন।এছাড়া আওয়ামীলীগের দোসরদের কবল থেকে ঘের দখলমুক্ত হওয়ায় প্রকৃতি ভূমি মালিকদের মধ্যে উচ্ছাস দেখা গিয়েছে। এই প্রথম প্রকৃতি ভূমি মালিকরা স্বাচ্ছন্দ্যে মাছ চাষ করতে পেড়েছে প্রকৃত ভূমি মালিকরা। তিনি আরো বলেন মাছ বিক্রির উপযোগী হলে প্রকৃত জমির মালিকদের মাঝে লভ্যাংশ সুষম বণ্টন করা হবে। এই ঘেরে আর কোন দিন কোন ধরনের অনিয়ম হবেনা।
তবে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল বাশার লিটনসহ আওয়ামীলীগের দোসররা আমাদের মাছের ঘেরটি দখল করার জন্য উঠে পরে লেগেছে। জমির মালিকদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে তারা। অচিরেই আওয়ামীলীগের দোসরদের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ ভূমি মালিকরা।
উজিরপুর, বরিশাল, বরিশাল বিভাগ