নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলা মটরযান মেকানিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃকামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বরিশালের নতুল্লাবাদ এলাকায়। স্থানীয় এক ব্যবসায়ী, আরজু মৃধা, চাঁদা না পেয়ে কামাল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল হোসেন তাঁর দৈনন্দিন কাজে বাইরে গেলে আরজু মৃধা তাঁকে চাঁদার দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। কামাল হোসেনের শরীরের বা পায়ে কুপিয়ে মারাত্মক যখমসহ একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাঁকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল জেলা মোটর মেকানিক ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষী ব্যক্তির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ (বুধবার) সকাল ১০টায় নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
ইউনিয়নের পক্ষ থেকে সকল সদস্যদের মানববন্ধনে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে যেন সবাই বিষয়টি সম্পর্কে সচেতন হয়।এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সংঘঠের নেতাকর্মীরা।
বরিশাল