উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠী গ্রামে মাদক সেবন ও মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলার শিকার মা ও ছেলে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় ৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায় ৯ জুন মঙ্গলবার রাতে পূর্ব কেশবকাঠী গ্রামে আনোয়ার হোসেন বকুল সরদারের বাড়ির পাসে কবরস্থানন সংলগ্ন ওই এলাকার আলমঙ্গীর মোল্লার ছেলে মাদক কারবারি সুজন মোল্লা ও তার সহযোগী মিলে মাদক বিক্রি করার সময়ে ওই এলাকার আনোয়ার হোসেন সরদারের ছেলে মোঃ সিদ্দিকুর রহমান সাওন(৩২) বাঁধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়।
তার মা মোসাঃ শাহানাজ বেগম (৫৫) প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত মা ও ছেলেকে পরিবারের লোকজন উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যপারে আনোয়ার হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সুজন মোল্লা (২৮),মোঃমুরাদ মোল্লা(২২),সৌখিন মোল্লা (২০),সোহান মোল্লা(২২), নাইম সরদার (২৮) কে আসামি করে অভিযোগ দায়ের করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারী মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।
লিড নিউজ উজিরপুর, বরিশাল, বরিশাল বিভাগ