নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ ঈদ-উল আযহা পরবর্তীতে ঢাকা ও বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার ইচলাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকনসহ অনেকে। ১১ জুন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে মোটরসাইকেল আরোহীর হেলমেটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ জনকে নগদ ২ হাজার টাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ায় অপরাধে দুটি বাসকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়াও যানজট নিরসনে ইচলাদী টোলপ্লাজায় টোল আদায়ে অতিরিক্ত জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।
এছাড়া অধিকন্ত, রাস্তার পার্শ্ববর্তী বিভিন্ন গণপরিবহণের কাউন্টার মালিকদের রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাত্রী উঠা-নামা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ অভিযান পরিচালনায় উজিরপুর মডেল থানার একটি চৌকস পুলিশের টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। এদিকে ঈদ-উল আযহা পরবর্তী ঢাকা ও বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অপরাধীদের কাছ থেকে জরিমানা আদায় করায় নির্বাহী কর্মকর্তা আলী সুজাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
এছাড়া এ বছর ঈদ-উল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে ছুটিতে বাড়িতে না গিয়ে কর্মস্থল উজিরপুরে দায়িত্ব পালন করেন তিনি। এককথায় ইউএনও আলী সুজার কঠোর নজরদারি ও নিরাপত্তার চাদরে ঢাঁকা ছিলো পুড়ো উজিরপুর। কোথাও কোন অপৃত্তিকর ঘটনা ঘটেনি।
উজিরপুর, বরিশাল বিভাগ