ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে চুরি করতে গিয়ে মধ্যরাতে এক নারীকে কুপিয়ে জখম করেছে চোর। শুক্রবার রাতে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মেহেরুননেছা বেগমকে (৪০) ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
পুলিশ ও আহতর পরিবার জানায়, শহরের পূর্বচাঁদাঠি এলাকার রমিজুল ইসলাম পটুয়াখালীতে চাকরি করেন। তাঁর স্ত্রী মেহেরুননেছা বেগম সন্তানদের নিয়ে বাসায় থাকেন। শুক্রবার গভীর রাতে এক চোর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরের উপস্থিতি টের পেয়ে মেহেরুননেছা ঘুম থেকে জেগে চোর বলে চিৎকার করে। এসময় ওই চোর তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তবে ওই ঘর থেকে চোর কিছুই নিতে পারেনি। রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠী