নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগ কই, আওয়ামী লীগ কই’ বলে গলায় ফুলের মালা পরে দলবল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছেন পিরোজপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা যুবদলের নবগঠিত ঢাকা থেকে পিরোজপুর আসার সময় নাজিরপুর উপজেলায় পৌঁছালে জেলা যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর দিয়ে তাদের অভ্যর্থনা জানান।
পরে নেতাকর্মীরা নাজিরপুরের মাটিভাঙ্গা নামক স্থানে পৌঁছালে তাদের গাড়িবহরে হামলার অভিযোগ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। হামলায় মোটরসাইকেল ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় জেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার দেশীয় লাঠিসোঁটাসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার দেশীয় লাঠিসোঁটাসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে যুবদলের মোটরসাইকেল বহরের হামলাকারীদের ধাওয়া করে। এ সময় তাকে বলতে শোনা যায় ‘আওয়ামী লীগ কই, আওয়ামী লীগ কই।
তবে এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পিরোজপুর