শামীম আহমেদ ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সদররোডস্থ বরিশাল মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে মহানগর মহিলা দল ও বরিশাল উত্তর জেলা মহিলা দলের যৌথ আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বরিশাল মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সুপিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,মহানগর সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল,বরিশাল মহানগর মহিলাদল সাধারন সম্পাদিক পাপিয়া পারভিন, বরিশাল উত্তর জেলা মহিলাদল আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন,সদস্য সচিব লিপি নাসরিন, বরিশাল মহানগর সাবেক মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর পূর্বে মহানগর ও উত্তর জেলা মহিলা দল নেতৃবৃন্দ দলীয় কার্যলয়ে মিছিল সহকারে এসে অংশ গ্রহন করে।
পরে দলীয় কার্যলয় খেকে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বেড় করে। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি দলীয় কার্যলয় এসে শেষ
বরিশাল, রাজনীতি