নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধে শিক্ষকের জমিতে আ. লীগ কার্যালয়ের সাইনবোর্ড টাঙানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষক রফিকুল ইসলাম এ অভিযোগ করেন। তিনি জানান, তালতলা বাজারে ১৪ জানুয়ারি সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মান্নান সিকদার এবং তার দুই ছেলে মাছুম সিকদার ও মামুন সিকদার দোকানঘর দুটি দখল করে। তারা একটি দোকানের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। অন্য দোকানটি থেকে মালামাল সরিয়ে সাইকেলের গ্যারেজ করে তা ভাড়া দিয়ে দেন।
এ ঘটনায় ওই শিক্ষক ১৫ জানুয়ারি ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মোল্লারহাট তদন্তকেন্দ্রের এসআই আজিজুল বারী তদন্ত করে জমি দখলের প্রমাণ পায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মান্নান সিকদার বলেন, জমির প্রকৃত মালিকদের কাছ থেকে তার দুই ছেলে ১০ শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমিতে সাইনবোর্ড টাঙানো হয়েছে।
বরিশাল বিভাগ