নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলায় অফিসার্স ক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠন তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধনা দেন।
এ সময় ইউএনও শাহাদাত হুসেইন কান্নায় ভেঙে পড়েন। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
সৎ ও সততার উদাহরণ হিসেবে উপজেলাবাসীর কাছে পরিচিত ছিলেন ইউএনও শাহাদাত হুসেইন। সব শ্রেণি-পেশার মানুষের জন্য নির্বাহী কর্মকর্তার দপ্তর ছিল সব সময় খোলা। বিভিন্ন কাজের মাধ্যমে তিনি উপজেলার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন ও সুধীজনরা। পরে সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে পাঠচক্র নামের একটি ছোট লাইব্রেরি স্থাপন করেন ইউএনও শাহাদাত।
ইউএনও শাহাদাত হুসেইন বলেন, এই উপজেলা আমার কাছে নিজের পরিবারের মতোই ছিল। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই উপজেলার মানুষদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে কোনোদিন ভুলতে পারব না। আমি দোয়া করি রাণীনগরবাসী সুখ, শান্তি ও সমৃদ্ধিতে এগিয়ে যাক।
সারাদেশ