আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি’র মধ্য দিয়ে বিভাগীয় শহর বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদফতর এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এর আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি র্যালি বের হয়।
পরে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিথি ছিলেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, সমাজসেবা অধিদফতর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা সমাজসেবা উপ-পরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বরিশালের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম।
এসময় বরিশাল প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল