বাবুগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৫ বছর আগে মারা যাওয়া শ্বশুরের কবরের মাটি খুঁড়ে নষ্ট করে গায়ের ঝাল মেটাল নেশাখোর জামাতা মো. দুলাল হাওলাদার। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার দেহেরগতি গ্রামে মৃত সেকান্দার হাওলাদারের বাড়িতে।
জানা যায়, ১৫ বছর আগে আপন চাচা মৃত সেকান্দার হাওলাদারের মেয়ে রেশমা আক্তার রিপাকে বিয়ে করেন শাহজাহান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার। তাদের তিনটি পুত্রসন্তান রয়েছে। ইতোমধ্যে দুলাল নেশায় আসাক্ত হয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করলে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন দুলাল। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দেড় বছর আগে স্ত্রী রেশমা আক্তার রিপা দুই ছেলেকে নিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টে চাকরি নেন। বড় ছেলেকে নিয়ে দুলাল বাড়িতে থাকেন।
এদিকে স্ত্রীকে ঢাকা থেকে বাড়িতে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় দুলাল শনিবার ১৫ বছর আগে মারা যাওয়া শ্বশুর সেকান্দার হাওলাদারের কবরের মাটি খুঁড়ে ভেঙে ফেলার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দিয়ে ব্যর্থ হন। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছ স্থানীয়দের সহায়তায় কবরটি পুনরায় ঠিক করে দেন।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল