ঝালকাঠির রাজাপুরে চুরি-ডাকাতি ঠেকাতে রাতভর পাহারা ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।
মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানের মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় পাহারাদারদের মাঝে রিফ্লেক্টিং ভেস্ট ও বাঁশি বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। রাজাপুর থানার পুলিশ এ আয়োজন করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (নি.) ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার, পুলিশ পরিদর্শক (নি.) ডিআইও-২ মো. তৌহিদুজ্জামান, ডিবি ওসি মো. মনিরুজ্জামান, রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বরিশাল