বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
একই সংবাদ সম্মেলনে ভোটযুদ্ধ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের জাতীয় পার্টির প্রার্থী খলিলুর রহমান।
এদিকে নির্বাচনী এলাকা বরিশাল-২-এ গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি পংকজ নাথ মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দ এলাকায় গণসংযোগ করেছেন তার ঈগল প্রতীকের।
ভোট বর্জন করা জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন বলছে তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর; কিন্তু কর্ম ও অন্যান্য আচরণে মনে হচ্ছে তারা একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত দন্তহীন। অন্যদিকে সরকার ১৪ দল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিছু সিট ঘুস দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে যেতে যাচ্ছেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আবারো ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই। আছে একটি দল ও কিছু মানুষ। তারাই এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। তাই সার্বিক বিবেচনায় আমাদের নেতাকর্মীদের মনে হয়েছে এ নির্বাচনে অংশ না নেওয়াই উত্তম। তাই সবার সামনে বলতে চাই- আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
বরিশাল