নিজস্ব প্রতিবেদক ।। সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃশাহাদাত হোসেন এর তত্বাবধানে বরিশাল সমাজসেবা অধিদপ্তর এর পরিচালনায় শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্রে ২শত জন এতিম ছেলে মেয়ে এবং বিভিন্ন পেশার ৭০ জন রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান করা হয়।মোহাম্মাদ আবু জাফর উপ প্রকল্প পরিচালক এর সভাপতিত্বে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি এ কে এম আখতারুজ্জান,
উপ-পরিচালক,জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও মিডিয়া কর্মি, এবং রক্তদানের অপেক্ষায় বরিশাল(ROB) সংগঠের উপদেষ্টা মোঃ মাসুম বিল্লাহ এবং পরিচালনা সদস্য শুভ আচার্য্য, রাফি খান, মোঃ মুসা, সুজন কর্মকার,হৃদয় হাওলাদার,আনিশা কবির,মিতু রানী সহ অনেকেই।
বরিশাল