বরিশাল লঞ্চঘাট থেকে এক নারীর লাশ উদ্ধার করেছেন নৌপুলিশ।
বুধবার (১৭ মার্চ) সকালে বরিশাল লঞ্চঘাট টার্মিনাল ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ওই নারীর ফিংগার প্রিন্ট পরীক্ষা করে জানা যায়, তার নাম কল্পনা রানী দাস (৪৫)।তিনি বরিশাল চরবাড়িয়া ৬নং ওয়ার্ড আবদানিচরের বাসিন্দা হরেন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় সুত্রে জানাযায়, মৃত ওই নারী বরিশাল লঞ্চঘাট এলাকায় ভিক্ষা করতেন এবং টার্মিনাল এলাকায় থাকতে। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থও ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা তার নড়াচড়া না দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়।পরবর্তীতে লাশটির ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানিয়েছেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠাই এবং পরিচয় সনাক্তের জন্য তার ফিংগার প্রিন্ট যাচাই করে তার পরিচয় সনাক্ত করি। পরবর্তীতে তার ফিংগার প্রিন্টে দেয়া তথ্য অনুযায়ী তার ঠিকানায় গেলে সেখানে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন,কেউ যদি মৃত ওই মহিলার পরিবারের খোঁজ পেয়ে থাকেন তাহলে বরিশাল নৌপুলিশ ফাঁড়ির এস আই সরুপ,মোবাইল- ০১৭৬৪৭০০৮০১ এই নম্বরে যোগাযোগ করতেও বলেন তিনি।
বরিশাল