ভোলায় ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার দুপুরের দিকে ভোলার বাস স্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কার থেকে এই জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.এইচ এম এম হারুন অর রশিদ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মুন্সিগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। এর সাথে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে ভোলার পশ্চিম ইলিশার সদুরচর আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ভোলা