অনলাইন ডেস্ক::ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২২ হাজার ৮০৫টি যানবাহন চলাচলে এক্সপ্রেসওয়েতে এই টোল আদায় হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ১২ হাজার ২৪২টি গাড়ি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ২ হাজার ৪২৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯২টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৫ হাজার ২৪৬টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।
এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রথম দিনে ১৫ ঘণ্টায় ১৩ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে। গতকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই টোল আদায় হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে মোট গাড়ি চলাচলের সংখ্যা ছিল ১৬ হাজার ৩৮৪টি। এসব গাড়ি থেকে মোট ১৩ লাখ ৩০ হাজার ১৬০ টাকা টোল আদায় হয়েছে।
সড়কটি দিয়ে প্রথম দিন যেসব গাড়ি চলাচল করেছে, তার প্রায় ৯০ শতাংশই প্রাইভেটকার ছিল বলে জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার।
এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়ালসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রোববার সকাল ৬টা থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
তবে উড়ালসড়কের টোল নির্ধারণ করে কয়েক দিন আগেই প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী জুনের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তখন এর পুরো সুফল পাবে নগরবাসী।
জাতীয়