পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় হামলা চালিয়ে দুই লাইনম্যানসহ ৫ ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মো. কামাল মৃধার (৪৫) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে লাইনম্যান মো. তারিকুল ইসলাম (৩০) মো. নুরন্নবী (২৪) এবং শ্রমিক মো. শফিক (৩০), মো. পারভেজ (৩০) এবং মো. জাহিদকে (২৮) আহত করে।
স্থানীয় বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিস সূত্রে জানা গেছে, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে রাজাপুর গ্রামে রাজাপুর মাধ্যমিক এলাকায় লাইনম্যান তারিকুল এবং নুরন্নবীর নেতৃত্বে স্থানীয়ভাবে আরও শ্রমিক নিয়োগ করে গাছপালার ডাল কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯ টার দিকে কামাল মৃধার (৪৫) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাঁদের কাজে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও হাতুড়িপেটা করে জখম করেন। আহত ব্যক্তিদের মধ্যে তারিকুল, নুরুন্নবী ও শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কামাল মৃধা বলেন, ‘গাছের ডালপালা কাটার সময় পুকুরে পড়ে, যা মাছের জন্য ক্ষতিকর। এ কারণে ওই ডালপালা সরিয়ে নেওয়ার জন্য বললে পল্লী বিদ্যুতের লোকজন অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে পল্লী বিদ্যুত কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। তবে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত না।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মজিবুর রহমান চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, ‘সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা লাইন টেকনিশিয়ান মো. হাবিবুরকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী