পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে জমি-জমা নিয়ে বিরোধের সূত্র ধরে চাচার বিরুদ্ধে ভাতিজা আল-আমিন মৃধাকে (৩৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আল-আমিন বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিন মাধবপুর গ্রামের শানু মৃধার ছেলে। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন মাধবপুর গ্রমের হাতেম মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, শনিবার সন্ধার পর আল-আমিন মিলঘর বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে হাতেম মৃধার বাড়ীর সামনে পৌছালে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে। তখন আল-আমিনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে নিহত আল-আমিন পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আল-আমিনের চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই জাফরের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত মোতালেব মৃধা পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পটুয়াখালী