উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে নদীতে গোসল করতে এক নারী নিখোঁজ হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সুত্রে জানা যায়
২১জুন দুপুরে উজিরপুর পৌরসভা ৩নং ওয়ার্ড রাখালতলা গ্রামের মোঃ আকবর হোসেনের স্ত্রী কোহিনুর বেগম(৬৫) কালির বাজার নদীর পাড়ে গোসল করতে নেমে পানির শ্রোতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন কালির বাজার নদীর ঘাটে ওই নারীর পড়নের কাপর ও জুতা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবার ও এলাকাবাসীর মতে কোহিনুর বেগম নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়।
তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর স্থানীয়রা বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশে অবহিত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নারীর লাশ উদ্ধার হয়নি।
উজিরপুর