কলকাতা নাইটরাইডার্সের (কেকেআর) মেন্টর হলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর। অধিনায়ক হিসাবে কলকাতা নাইটরাইডার্সের হয়ে আইপিএল জিতেছিলেন গম্ভীর।
এবার তাকে মেন্টর হিসাবে নিয়ে এলেন কেকেআরের মালিক শাহরুখ খান। নতুন দায়িত্ব পেলেন গম্ভীর। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছিল কেকেআর। তখন অধিনায়ক ছিলেন গম্ভীর।
তাকে মেন্টর করে শাহরুখ বলেন, ‘গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হলো ও। গম্ভীরের অভাববোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআর-এর জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।’
গম্ভীর বলেন, ‘আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এ ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। আমি শুধু কেকেআর-এ ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআর-এর ২৩ নম্বর। আমি কেকেআর।’
খেলাধুলা