বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি মাঠে নামছে টরোন্টোর বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৫টায় ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
মেজর লিগে পূর্ব অঞ্চলের ১৫ দলের মধ্যে সবার শেষে অবস্থান টরোন্টোর। মায়ামির অবস্থানও তলানিতেই। ১৪ নম্বরে আছে তারা।
ভোররাতের ম্যাচে মেসি খেলবেন কি-না সেটি এখনো নিশ্চিত নয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে অস্বস্তিবোধ করেন মেসি। পেশিতে হালকা চোট অনুভব করায় তাকে খেলা শেষ হওয়ার আগেই মাঠ থেকে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
পরের ম্যাচে দলের সঙ্গে বলিভিয়া গেলেও মাঠে নামেননি ক্ষুদে জাদুকর। একই কারণে ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচে তাকে মাঠে নামাননি মায়ামি কোচ টাটা মার্টিনো।
তবে চোট কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরেছেন মেসি। অনুশীলনে তাকে সতেজ ও সাবলীল লেগেছে। আত্মবিশ্বাসী থাকলে টরোন্টোর বিপক্ষে খেলবেন মেসি।
খেলাধুলা