চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। আর শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে নিতে হয়েছে হাসপাতালে। পেশিতে টান পড়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সাকিবের জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, বাংলাদেশ অধিনায়কের উরুর পেশিতে টান লেগেছে। তার স্ক্যান করা হয়েছে, রিপোর্ট এলে পরবর্তী কতটা গুরুতর জানা যাবে।
ব্যাটিং করার সময় পায়ের পেশিতে টান পড়লে অস্বস্তিতে ভুগতে দেখা যায় সাকিবকে। তবে বোলিংয়ে নেমে পুরো ১০ ওভার করার পর ছাড়েন মাঠ। পরবর্তীতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি বাংলাদেশ দলপতি।
খেলাধুলা