অনলাইন ডেস্ক::এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে আফগানদের ৩৩৫ রানের টার্গেট দিয়েছিল সাকিব আল হাসানের দল। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত জোড়া শতক হাঁকিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় আফগানরা।
ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান টাইগার পেসার শরীফুল ইসলাম। এরপর হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দুই জনের জুটিতে ধীরগতিতে লক্ষ্যের দিকে ছুটতে থাকে আফগানরা। তাদের জুটিতে ভাঙন ধরলেও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীও হাল ধরার চেষ্টা করেছেন। তবে টাইগারদের দেওয়া রানের পাহাড় টপকাতে পারেনি আফগানরা। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২৪৫ রান তুলে থেমেছে শাহিদীর দল।
টাইগারদের হয়ে বল হাতে তোপ দেগেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলের হয়ে ৮.৩ ওভার বল করে তাসকিন নিয়েছেন ৪ উইকেট। আর ৯ ওভার বল করে শরীফুলের শিকার তিন আফগান ব্যাটার। এছাড়াও মেহেদী মিরাজ ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট।
ব্যাট হাতে টাইগারদের হয়ে ১১৯ বলে ১১২ রান করেছিলেন আজকের ম্যাচে ওপেন করতে নাামা মিরাজ। নাজমুল শান্তও মিরাজকে সঙ্গ দিয়ে ১০৫ বলে ১০৪ তুলে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন।